রাজবাড়ীতে বিচারক, আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের মিলন মেলা

রাজবাড়ী প্রতিনিধিঃ

‘ন্যায় বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, ল’ ফোরাম রাজবাড়ীর প্রচেষ্টা’ এ স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বিচারক, আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ঈদের দ্বিতীয় দিনে (শুক্রবার) বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস. এম. কুদ্দুস জামান।

ল’ ফোরাম, রাজবাড়ীর সভাপতি ঈসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে. এম মশিউর রহমান ও মেহেরীন জামান মৌ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ল’ ফোরাম, রাজবাড়ীর সাধারণ সম্পাদক জিসানুল হাসান বর্ষণ।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এস. এম. কুদ্দুস জামান বলেন, বর্তমানে ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা।আইন শুধু পড়ার উদ্দেশ্যে নয়, আইনকে ভালো করে জানা এবং চিন্তাও করতে হবে। একটি আইন কেন তৈরি হলো তার পেছনের ইতিহাস জানতে হবে। তিনি বলেন, ন্যায়বিচার পেতে বিচারকের চেয়ে আইনজীবীরাই বেশি ভূমিকা রাখেন। তাই আমাদের ভালো আইনজীবী হতে হবে। পাশাপাশি আইনের শিক্ষার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দিতে হবে।

এর আগে বেলা ২ টায় আনন্দ র‌্যালী করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা। র‌্যালীটি শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে পান্না চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বিকেল তিনটায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়ে চলে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত।

আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে বিচারক, আইনজীবীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে আইন শাস্ত্রে অধ্যায়ণরত
শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি,লালন সংগীতসহ নিত্য পরিবেশন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক(জেলা জজ ) সৈয়দ হাবিবুল ইসলাম, ল’ফোরাম,রাজবাড়ীর প্রধান পৃষ্ঠপোষক নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং রাজবাড়ী জেলা জজ আদালতের বিজ্ঞ জিপি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী সাইফুজ্জামান তুহিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ (ঢাকা) শেখ মো. ওয়াসিম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফরিদপুর) গৌর সুন্দর বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ফরিদপুর)রাইসা সরকার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বরগুনা) আরিফা আফরিন আখিঁ, সহকারী জজ (বরিশাল) মিরাজুল ইসলাম, ঢাকাস্থ রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি জোবায়দা পারভীন, সাধারন সম্পাদক ইসতিয়াক জুয়েল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহেদ খান, ঢাকা ওয়াসার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান এবং ফেন্ডস নিটওয়্যার, ঢাকার এমডি মো. ইমরান হোসেন।

উল্লেখ্য, ল’ ফোরাম, রাজবাড়ী বিচারক, আইনজীবী এবং রাজবাড়ীস্থ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে আইন শাস্ত্রে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।

+ There are no comments

Add yours