মোটর সাইকেল কিনে দিতে বাধ্য করা যুবক বন্ধুর সাথে মারা গেল সড়ক দুর্ঘটনায়

রাজবাড়ী প্রতিনিধিঃ মোটর সাইকেল কিনে না দেওয়ার জন্য বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন পরিবারের একমাত্র সন্তান রাজন শেখ (১৭)। বাধ্য হয়ে তার আবদার মেটাতে কিস্তিতে মোটর সাইকেল কিনে দিয়েছিলেন পরিবার। আর সেই মোটর সাইকেলই যেন কাল হলো তার। দুই দুইবার চেষ্টা করে আত্মহত্যাতে প্রাণ না গেলেও মোটর সাইকেল কেনার ৩ দিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় রাজনের। এ দুর্ঘটনায় শুধু রাজনই নয় প্রাণ হারায় তার মোটর সাইকেলে থাকা সোহাগ (১৭) নামে আরো এক যুবক।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া সড়কের আলীপুর স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাজন শেখ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের লালন শেখের ছেলে ও সোহাগ একই গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে।
আলীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল আলিম বলেন,“সোহাগ আমার আপন ভাতিজা।মঙ্গলবার আনুমানিক ভোর ৬টার দিকে রাজন বাড়ি থেকে তার তিনদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে বন্ধু সোহাগের সাথে বের হন। ফেরার সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করার জন্য বাড়িতে গলায় ফাঁস নিতে যান রাজন। তখন তার বাবা-মা কিস্তির ভিত্তিতে মোটরসাইকেল কিনে দেন। মঙ্গলবার
সকালে রাজন তার বন্ধুসহ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্ঘটনায় দুজনই মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, সকালে আলীপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।

+ There are no comments

Add yours