প্রতিবেশীর বাড়ীতে সাপ ধরতে গিয়ে কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বিসাক্ত সাপের কামড়ে রুবেল বেপারী (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীর বাড়ীতে সাপ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন।
রুবেল এনায়েতপুর গ্রামের রহমান বেপারীর ছোট ছেলে। তিনি উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। রুবেল এ বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, সোমবার দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখে রুবেলকে জানায়। খবর পেয়ে রুবেল ওই বাড়ীতে যায় এবং সাপটি ধরে বস্তায় ভরতে গেলে তাকে দংশন করে। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে ফরিদপুর জেলা শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় হাসপাতালে নিতে অনেকটা সময় লেগে যায়। রুবেল আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বেপারীর আপন ছোট ভাই।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে এনায়েতপুর গ্রামে রুবেলের প্রতিবেশী নিজ বাড়িতে একটি সাপ দেখেন। পরে রুবেলকে ডেকে নিলে রুবেল সাপটি ধরে হাতে পেঁচিয়ে বস্তার ভেতরে দেওয়ার সময় কামড় দেয়। এরপর তাকে স্থানীয় এক ওঝাকে দেখানো হয়। কিন্তু তিনি বিষ নামাতে না পারলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
রুবেলের খালাতো ভাই মিজানুর রহমান জানান, প্রতিবেশীর বাড়ি থেকে সাপ ধরে পেঁচিয়ে বস্তায় ঢোকানোর সময় সাপটি রুবেলকে দংশন করে। পরে গুরতর অবস্থায় তাকে ফরিদপুর সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

+ There are no comments

Add yours