কুমিল্লায় ট্রলি উল্টে তিতাস নদীতে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের কড়িকান্দি এলাকায় রাজাপুরগামী একটি খালি পণ্যবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস নদীতে পড়ে যায়। এতে নদীতে গোসল করতে নামা একই পরিবারের তিন নারী ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে।

নিহতরা হলেন কড়িকান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার আক্তার (৩৬), শুকুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫) ও মো. ইমনের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

দুর্ঘটনার পর তাঁদের দ্রুত উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত রোজিনার মেয়ে শিখা আক্তার জানান, তাঁর মা রোজিনা, চাচি রিনা এবং ফুফাতো ভাইয়ের স্ত্রী শামসুন্নাহার দুপুরের রান্না শেষ করে বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গিয়েছিলেন। সেখানেই নিয়ন্ত্রণহীন ট্রলির ধাক্কায় তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

প্রতিবেশী মাইনুদ্দিন আহমেদ বলেন, ফারুক মিয়া ও ইমন দুই ভাই, আর শুকুর আলী তাঁদের ভাগনে। ফারুক পেশায় মাটি কাটার শ্রমিক, ইমন ব্যাটারিচালিত অটোরিকশা চালক এবং শুকুর আলী ভাঙারি পণ্যের ব্যবসায়ী। দুর্ঘটনার সময় তাঁরা কেউই বাড়িতে ছিলেন না।

Leave a Comment