রাজবাড়ী প্রতিনিধি॥ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বানীবহে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করেন সমাজসেবক ও এলাকার কৃতি সন্তান আবুল কালাম আজাদ।
ব্যতিক্রমী এ আয়োজনের মধ্যে ছিল ধীর গতিতে বাই সাইকেল ও মোটর সাইকেল চালানো, বস্তা দৌড়, পুকুরের পানিতে হাঁস ধরা, লাঠিবাড়ী খেলা, তৈলাক্ত কলা গাছে উঠা ও হাড়িভাঙা খেলাসহ নানা ধরণের প্রতিযোগিতা।
উৎসবমুখর পরিবেশে এসব প্রতিযোগিতা দেখতে বিপুল সংখ্যক নারী পুরুষ ভীড় করেন।
বাঙালী এবং বাঙালীর সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য ও বাংলা নববর্ষকে স্মরণ করার জন্য এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক আবুল কালাম আজাদ।
+ There are no comments
Add yours