রাজবাড়ীর বানীবহে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা

রাজবাড়ী প্রতিনিধি॥ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বানীবহে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করেন সমাজসেবক ও এলাকার কৃতি সন্তান আবুল কালাম আজাদ।
ব্যতিক্রমী এ আয়োজনের মধ্যে ছিল ধীর গতিতে বাই সাইকেল ও মোটর সাইকেল চালানো, বস্তা দৌড়, পুকুরের পানিতে হাঁস ধরা, লাঠিবাড়ী খেলা, তৈলাক্ত কলা গাছে উঠা ও হাড়িভাঙা খেলাসহ নানা ধরণের প্রতিযোগিতা।
উৎসবমুখর পরিবেশে এসব প্রতিযোগিতা দেখতে বিপুল সংখ্যক নারী পুরুষ ভীড় করেন।
বাঙালী এবং বাঙালীর সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য ও বাংলা নববর্ষকে স্মরণ করার জন্য এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক আবুল কালাম আজাদ।

+ There are no comments

Add yours