দৌলতদিয়ায় যৌনপল্লির ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় পল্লির একটি ভাড়া বাড়ির ওয়্যারড্রোবের ভেতর থেকে তানিয়া আক্তার ওরফে বুলু (৩০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তানিয়া বরিশালের রায়পুরা থানার বাসিন্দা।

পুলিশ জানায়, দৌলতদিয়া যৌনপল্লির সরোয়ার মণ্ডলের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম কোনার একটি কক্ষে তানিয়া ভাড়াটে হিসেবে থাকতেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঁড়ির পাশের কক্ষের ওয়্যারড্রোব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল থেকে একটি টাচস্ক্রিন মোবাইল ফোন, চার্জার, ক্যাবল এবং একটি সিগারেটের অ্যাশট্রে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক যৌনকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকাল ৯টার দিকে তানিয়াকে বাড়ির গেটে দেখি। তখন তার ঘরে ৩০-৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর ওই ব্যক্তি বেরিয়ে গেলেও তানিয়াকে আর দেখা যায়নি। দুপুর পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। বিকেলে ওয়্যারড্রোব খুলতেই তার নিথর দেহ দেখি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই।”

ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “স্থানীয়দের সহযোগিতায় ওয়্যারড্রোবের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় চার্জার ক্যাবল প্যাঁচানো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে।”

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকারী শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment