রাজবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও দেশি ফল মেলা

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও দেশি ফল মেলা। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন অধিদফতরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ রোকনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল ও কৃষি উদ্যোক্তা নুরুজ্জামান।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ ও চাহিদা দিন দিন বাড়ছে। কৃষকরা যদি দেশি ফল চাষে উৎসাহিত হন, তাহলে একদিকে পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে তাদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে। তিনি আরও বলেন, দেশি ফলের চাষে খরচ কম হলেও লাভ বেশি। তাছাড়া, এমন মেলা বিলুপ্তপ্রায় এবং কম পরিচিত ফলগুলোর প্রচার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় ১২টি স্টলে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন জাতের দেশি ফল, ফলজ গাছের চারা এবং আধুনিক কৃষি প্রযুক্তি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষকদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আগামী তিন দিন মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় কৃষক ও আগ্রহী দর্শনার্থীদের মাঝে মেলাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Comment