রাজবাড়ী জেলার রাজাপুর গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রুপল শেখ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত রুপল শেখ রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ও দিনমজুর ছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে—একজন সাত বছরের এবং অপরজন দুই বছরের।
আরো পড়ুনঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার
রুপলের পরিবারের অভিযোগ, শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় গ্রামের কয়েকজন ব্যক্তি তাকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে রাফিজুল নামের এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের হাড়গোড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার বাবা জিন্নাত শেখ।
ঘটনার পেছনের ঘটনা তুলে ধরে তিনি জানান, গত ১৩ মে (মঙ্গলবার) প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ তুলে কয়েকজন রুপলকে মারধর করে। তবে মোবাইল ফোন চেক করে কেউ কোনো ভিডিও পায়নি। এরপর ভয়ে রুপল পরদিন ঢাকায় চলে যায়। পরে স্থানীয় মাতব্বরদের আশ্বাসে তার মা তাকে বাড়ি ফিরিয়ে আনেন।
শুক্রবার সন্ধ্যার দিকে রাফিজুলদের বাড়িতে শালিস বসার কথা থাকলেও, তার কিছুক্ষণ আগেই ৭-৮ জন মিলে রুপলকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এরপর রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
রুপলের মা রাবেয়া বেগম বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার দুটি শিশু সন্তান রয়েছে। আমি এই হত্যার বিচার চাই।”
আরো পড়ুনঃ রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু, আহত দুই
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, নিহত রুপলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।