রাজবাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজবাড়ীর সদর উপজেলায় পরিবেশবান্ধব চাষাবাদ, পুষ্টি উন্নয়ন ও কৃষিতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। রোববার (২৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রকল্পটির মূল লক্ষ্য ছিল কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী কৃষি চর্চা এবং পুষ্টিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থার প্রসার। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কংগ্রেসে এসব বিষয়ে বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. তাফরিন জাহান ইতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা জানান, ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত সেচ পদ্ধতি, গুণগত মানসম্পন্ন তথ্য ব্যবস্থাপনা এবং কৃষক সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই কংগ্রেস কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, ব্যবহারিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুল সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায় অফিসার, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Comment