বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজবাড়ী–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু।
আরো পড়ুনঃ রাজবাড়ী–২ আসনে এনসিপির প্রার্থী সাইয়েদ জামিল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ২১ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হকের কার্যালয় থেকে তাঁর পক্ষে সমর্থক নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে নেতাকর্মীরা নাসিরুল হক সাবুর বাসভবনে গিয়ে তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেন।