“এসো দেশ গড়ি, অসহায়দের পাশে থাকি” এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ীতে যাত্রা শুরু করলো বেসরকারী সংস্থা ‘আল-আমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ’।
সোমবার (২১ শে জুলাই) বিকাল ৫টায় জেলা সদরের কুটির হাট বাজারে শহীদ আবু সাঈদ চত্বরে ফাউন্ডেশনটির জেলা শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মোঃ সামসুল হকের সভাপতিত্বে ও মোঃ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুখলেসুর রহমান মুকুল।
অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ৫ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ফাউন্ডেশনের কর্ণধার আল-আমিন হোসেন আয়াত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইনুল ইসলাম রিয়েল।

প্রধান অতিথীর বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুখলেসুর রহমান মুকুল বলেন, “আমরা দেশের প্রতিটি প্রান্তে মানবিকতার আলো পৌঁছে দিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় সহনশীলতা ও সমাজকল্যাণে আমাদের ৩৭টি প্রকল্প ইতিমধ্যেই প্রণয়ন করা হয়েছে, যা আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব।”
বিশেষ অতিথি হিসেবে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইনুল ইসলাম রিয়েল বলেন, “এই ফাউন্ডেশন কারো প্রতিপক্ষ নয়। আমাদের লক্ষ্য দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ফাউন্ডেশনের ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য পাঁচ ওয়াক্ত নামাজি করণ প্রকল্প, ইমাম মুয়াজ্জিন সম্মানী বৃদ্ধি, কোরআন শিক্ষা ও ইফতারি বিতরণ, দুঃস্থদের হজ্ব সহায়তা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলা, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় সম্প্রীতির উন্নয়ন প্রকল্প।
অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আল-আমীন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ এখলাছ উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ওয়াহিদুজ্জামান মন্ডল, বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলীম মন্ডল, মাজেদ খান, সমাজসেবক আইয়ুব আলী শেখ, রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুয়েল মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে কেক কেটে আল-আমিন ফাউন্ডেশনের রাজবাড়ী শাখার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।