ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় স্টেশনের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা বলে জানা গেছে।
আরো পড়ুনঃ রাজবাড়ীতে ছাত্র শিবিরের উদ্যোগে ৫ শত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস টিম লিডার হাবিবুর রহমান জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা একের পর এক সিএনজি অটোরিকশা জ্বলতে শুরু করে। এতে নয়টি সিএনজি অটোরিকশা ও বাস ভস্মীভূত হয়। এ সময় দগ্ধ হয়ে স্টেশনের এক কর্মচারীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।