রাজবাড়ীতে জমির আইল নিয়ে সংঘর্ষ, কৃষকের মৃত্যু; আহত ৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা এবং লিয়াকত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হাবিব শেখ তার পাওয়ার টিলার চালাচ্ছিলেন। এ নিয়ে জমির আইল সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ মারামারিতে রূপ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে হাবিব শেখ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুনঃ বিএনপির মনোনয়ন না পেয়ে রাজবাড়ী–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন নাসিরুল হক সাবু

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২)। অপর পক্ষের আহতরা হলেন আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) এবং রাকিব শেখ (২৭)।

আহতদের প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত জামাল উদ্দিন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুটি হার্ট অ্যাটাক নাকি মারধরের কারণে হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

Leave a Comment