দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাজবাড়ীতে

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম ও বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুখ হোসেন।

কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সদরের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সি.ডি.ও) বার্থলোমিয় গোমেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (সি.ডি.এ) মিন্টু সাহা।

বক্তারা তাদের বক্তব্যে দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা ও দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা এমন সচেতনতামূলক কার্যক্রমকে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধে অত্যন্ত কার্যকর হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল থিয়েটারের নাটক পরিবেশনা। নাটকের মাধ্যমে দুর্যোগ পূর্ব-প্রস্তুতি, তাৎক্ষণিক মোকাবেলা এবং পুনর্বাসনকালে করণীয় বিষয়গুলো দৃষ্টিগ্রাহ্যভাবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। এ সময় কারিতাস রাজবাড়ী সদর উপজেলার সি.ডি.এ দুর্জয় রায়ও উপস্থিত ছিলেন।

Leave a Comment