রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫শত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গতকাল ১৮ই আগস্ট সকাল ১০ টায় শহরের নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অব) ডাঃ মোঃ ইউনুস আলী মোল্লা, সরকারী রাজেন্দ্র কলেজের প্রফেসর (অবঃ) ড. মোহাম্মদ মতিউর রহমান, রাজবাড়ী জেলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জল হোসেন ও শিক্ষার্থীদের মধ্য থেকে নুরে জান্নাত রোজা ও হাসান রোহানী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ইসলামী ছাত্র শিবির হবে আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। কারণ শিবির তৈরি করছে মেধাবী, সৎ নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক। যাদের হাতে এই দেশ থাকবে নিরাপদ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন বলেন, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। চীন, মালেশিয়া, সিংগাপুর, হংকং ও ভিয়েতনাম অর্থনৈতিকভাবে দুর্বল ছিল বাংলাদেশের চেয়ে। আজ তারা উন্নত হয়েছে মাত্র ১০ থেকে ২০ বছরের ব্যবধানে।
তিনি আরও বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫০০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।