রাজবাড়ীতে কারিতাসের উদ্যোগে গাছ বিতরণ ও কারিগরি প্রশিক্ষণের সনদ প্রদান

কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ২০০ পরিবারের মধ্যে ১,০০০টি ফলজ ও বনজ গাছ বিতরণ এবং ৬ মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শেষে ২৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কালিচরনপুর এলাকায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের রাজবাড়ী সদরের আইডিপিডিসি প্রকল্পের সি.ডি.ও বার্থলোমিয় গোমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোনিয়া আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। তবে শুধু রোপণ করলেই হবে না, এর সঠিক পরিচর্যাও প্রয়োজন। আজ বিতরণকৃত গাছগুলো যথাযথভাবে পরিচর্যা করা হলে তা ভবিষ্যতে পরিবেশ ছাড়াও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সঞ্জীব চন্দ্র রায়। তিনি বলেন, “ভ্রাম্যমাণ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা শুধু স্থানীয় পর্যায়েই নয়, বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এছাড়া স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য আমরা পূর্বে টিউবওয়েল ও পিট ল্যাট্রিনও সরবরাহ করেছি।”

এসময় আইডিপিডিসি প্রকল্পের সি.ডি.ও বার্থলোমিয় গোমেজ জানান, “আইডিপিডিসি প্রকল্পের আওতায় সদর উপজেলার ১২টি গ্রামে কাজ করা হচ্ছে। এবারে ২০০ পরিবারের প্রত্যেককে ৫টি করে মোট ১,০০০টি গাছের চারা দেওয়া হয়েছে। যদি এ গাছগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা হয়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে এই অঞ্চলে একটি বাস্তব বৃক্ষ বিপ্লব দেখা যাবে।”

কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সৈকত মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক মোঃ গাউছুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিক্ষক মোছাঃ আসমা আক্তার রোখসানা, কারিতাস রাজবাড়ী সদর উপজেলার সি.ডি.এ মিন্টু সাহা ও দুর্জয় রায়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা জানান, কারিতাসের এই প্রশিক্ষণ তাদের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। অনেকেই জানান, প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং কর্মজীবনে সফলতার নতুন পথ উন্মোচন করেছে।

Leave a Comment