রাজবাড়ী সদর উপজেলার মূলঘর, খানখানাপুর, পাঁচুরিয়া ও বরাট ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৪ জুলাই বিকেলে। রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় সভাপতিত্ব করেন পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মিয়া, আনোয়ার হোসেন সরদার ও শহিদুল ইসলাম গনি।

সভাটি সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জলিল শেখ, পাঁচুরিয়া ইউনিয়নের বিএনপি নেতারা মীর আব্দুল মান্নান মোল্লা, নায়েব আলী মেম্বার, ইলিয়াস মেম্বার, ইকবাল মজুমদার, আবুল কালাম ও রানা আহমেদ।
এছাড়া, মূলঘর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রেজাউল করিম, এরশাদ মেম্বার, শাহ সেকেন্দার বাদশা, খানখানাপুর ইউনিয়নের আহসান হাবিব শাহিন, আমজাদ হোসেন, আব্দুল মান্নান শেখ, নজরুল ইসলাম শেখ ও আব্দুল মালেক সরকার, বরাট ইউনিয়নের আব্দুর রাজ্জাক শেখ, মাসুদ বিশ্বাস, কিয়ামউদ্দিন মেম্বার, কাশেম বিশ্বাস এবং আলাউদ্দিন মন্ডলও বক্তৃতা করেন।
সভায় বিএনপির ঘোষিত ৩১ দফা তুলে ধরেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী।
দলকে সুসংগঠিত ও আন্দোলনকে বেগবান করতে প্রতিনিধি সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।