কালুখালীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর বাজারে চোর সন্দেহে নাজমুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


গত ২১ শে সেপ্টেম্বর দুপুরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। নিহত নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াকোলা গ্রামের মৃত আহাম্মদ মোল্লার ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শনিবার ভোর ৪টার দিকে কালুখালী উপজেলার হরিণবাড়িয়ার চরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মোটরসহ নাজমুল ও তার বেয়াই নজরুলসহ তিন চোরকে ধাওয়া করে স্থানীয়রা। এ সময় দুজন দৌড়ে পালিয়ে গেলেও নাজমুল পালাতে পারেনি। পরে তাকে স্থানীয় মাধবপুর বাজারে এনে গণপিটুনি দেয় স্থানীয়রা। সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী আন্না বেগম বলেন, ২ দিন আগে আমার স্বামী কালুখালীর মাধবপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে চোর সন্দেহে ১০/১২ জন দূর্বত্ত পিটিয়ে গুরুতর আহত করে।


শনিবার সকালে তারা আমার স্বামীকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে পালিয়ে যায়। হাসপাতালের নার্সরা তাকে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা য়ায।

আন্না আরো জানায়, আমার স্বামী অন্যায় করলে প্রসাশনের হাতে তুলে দিতেন এভাবে কেন মেরে ফেলা হলো। এ ঘটনার আমি সুস্থ বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *