রাশিয়ায় ২২ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

কামচাটকা ক্রাইয়ের গভর্নর ভ্লাদিমির সলোদভ একটি ভিডিও বার্তায় জানান, ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু সহ এমআই-৮ হেলিকপ্টারটি শনিবার (৩১ আগস্ট) নিখোঁজ হয়। বার্তাসংস্থা রয়টার্স জানায়, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে রিপোর্ট করার কথা থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানায়, হেলিকপ্টারটি যে এলাকায় উড়ছিল, সেখানে দৃশ্যমানতা কম ছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কুয়াশা ছিল। গভর্নর সলোদভ আরও জানান, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর তল্লাশি কার্যক্রম চালাতে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

+ There are no comments

Add yours