পিলখানা -শাপলা চত্বর ও আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদলের শোক র্যালী
পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা ও মতিঝিলের শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যাসহ বিভিন্ন আন্দোলনে গণহত্যায় শহীদদের স্মরণে রাজবাড়ীতে শোক র্যালী করেছে ছাত্রদল।

বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে শোক র্যালীটি বের হয়ে রাজবাড়ী বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রেলগেট শহীদ স্মৃতি ফলকে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ন আহবায়ক আজ্জাদ হোসেন আজাদ, যুগ্ন আহবায়ক আতিয়ার শিকদার আতিক, ছাত্রদলের রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি মোঃ টোকন মন্ডলসহ অনেকেই বক্তব্য রাখেন।