গোয়ালন্দ মোড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মূলঘর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোঃ আসলাম মিয়ার নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়ার সাবির্ক তত্ত্বাবধানে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া উপস্থিত ছিলেন।
মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখনসহ জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ মোঃ আসলাম মিয়া বলেন, “দীর্ঘ ১৭বছর পর আমরা এত বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। যা আমাদের জন্য আনন্দের। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।” তিনি আরও বলেন, আমরা এমন কোন কাজ করবোনা যেন দলের ভাবমূর্তি নস্ট হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দলীয় নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।