গোয়ালন্দে বিএনপির আয়োজনে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোয়ালন্দ উপজেলা কোট চত্বর মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Golondo Iftar Mahfil


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজি মোল্লা, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Golondo Iftar Mahfil-2
Golondo Iftar Mahfil-2


ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মোঃ গোলজার হোসেন।
ইফতার মাহফিলে এ্যাডঃ মোঃ আসলাম মিয়া বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে এবং আগামী দিনেও জনকল্যাণে কাজ করবে।
সকলকে সতর্ক করে তিনি বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেয় নাই, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *