রাজবাড়ীতে বিডি বাইকার বয়েজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
‘’পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ী ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন’’-এমন শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আল্লাহর কাছে দোয়া চাইলেন বিডি বাইকার বয়েজের সদস্যরা।
গতকাল ২১শে মার্চ সন্ধ্যায় রাজবাড়ী পৌর শহরের রাবেয়া লাউঞ্জে ইফতার মাহফিলে মহাসড়কে চলাচলকারী মাথায় হেলমেট পড়া মোটরসাইকেল চালক ও বিডি বাইকার বয়েজের কর্মীরা এ দোয়া চান।
ট্রাফিক আইন যথাযথ মানা এবং মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালানো বিডি বাইকার বয়েজের আয়োজনে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পাভেল মোল্লা, বিডি বাইকার বয়েজের এডমিন গোলাম মহসীন, সজল আহমেদ, নাসিম মোল্লা, রিয়াজুল ইসলাম ও সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন
ইফতার ও দোয়া মাহফিলে আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম শেখ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যায়। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।

উল্লেখ্য, রাজবাড়ীতে বিডি বাইকার বয়েজ সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে তাদের এখন প্রায় ৩০ হাজার সদস্য রয়েছেন। তারা নিজে সচেতন হয়ে অন্যান্য মোটর সাইকেল চালকদের মহাসড়কে মোটর সাইকেল চলাচলে সচেতন মূলক লিফলেট বিতরণসহ মোটর সাইকেল চালকদের নির্দেশনা দিয়ে থাকেন।