রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, দ্রব্যমূল্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে রাজবাড়ীতে সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আজাদী ময়দানে কেন্দ্র ঘোষিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর জেলা বিএনপির দুই গ্রুপ একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। আরও বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ- হারুন , যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াসহ অন্যান্য নেতারা।

বক্তারা দেশের অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
