রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, দ্রব্যমূল্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে রাজবাড়ীতে সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আজাদী ময়দানে কেন্দ্র ঘোষিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর জেলা বিএনপির দুই গ্রুপ একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেয়।

Khoyom

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। আরও বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ- হারুন , যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াসহ অন্যান্য নেতারা।

Sama Obayed

বক্তারা দেশের অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Rajbari Jela BNP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *