রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু, আহত দুই

রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর নতুনরাস্তা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য আজিজুল ব্যাপারির (২৬)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজিজুল রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের বারোবাকপুর গ্রামের মোস্তফা ব্যাপারির ছেলে। পেশায় তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক গর্বিত সৈনিক—সিলেট জালালাবাদ সেনানিবাসের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় তার বন্ধু নয়ন ও পথচারী হাসান গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার করুণ মুহূর্ত


চাচাতো ভাই আসাদ জানান, দুই মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন আজিজুল। আগামীকাল (বুধবার) কর্মস্থলে ফেরার কথা ছিল। কিন্তু তার ফেরা হলো না। বিকেলে বন্ধু নয়নের সঙ্গে মোটরসাইকেলে বের হয়েছিলেন তিনি।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, আজিজুল মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। নতুন রাস্তা এলাকায় এক পথচারী হঠাৎ দৌড়ে মহাসড়ক পার হতে গেলে মোটরসাইকেলের সামনে এসে পড়েন। পথচারীকে ধাক্কা দিয়ে আজিজুল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা খান।

মোটরসাইকেল উল্টে পড়ে গেলে পেছনে থাকা নয়ন ও পথচারী হাসানও ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

Bike accident 1

হেলমেট না থাকায় মৃত্যু


রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব দে সরকার জানান, আজিজুল মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। হেলমেট ব্যবহার করলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হতো।

শোকে স্তব্ধ পরিবার


একদিন পরই কর্মস্থলে ফেরার কথা ছিল আজিজুলের। পরিবারের সঙ্গে কাটানো দিনগুলো শেষ করে নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—একটি দুর্ঘটনা সব শেষ করে দিল।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *