দেশের সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের পথে
সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি), শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে যুগ্ম সচিব উল্লেখ করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের অন্যান্য দাবিগুলোও ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। চলতি বছর থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদরাসাগুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি চালুর অনুমোদন দেওয়া হবে এবং নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থাও করা হবে।

সরকারের এ ঘোষণার পর আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তাদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। পাশাপাশি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে আন্দোলনকারী শিক্ষকরা সতর্ক করেছেন, তাদের দাবিগুলো চলতি বছরের জুন মাসের মধ্যে পূরণ না হলে আগামী ১ জুলাই থেকে তারা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।
এর আগে, দুপুর দুইটার দিকে সচিবালয়ে জাতীয়করণের দাবি নিয়ে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যায়। সেখানে দীর্ঘ আলোচনার পর সরকার এ সিদ্ধান্তে পৌঁছায়।