তনির স্বামী আর নেই
দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন শাহাদাৎ হোসাইন। তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ একজন সফল ব্যবসায়ী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের ভাঙনের পর তিনি ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেন।

তনির ও শাহাদাতের বয়সের ব্যবধান নিয়ে নানা সময় সমালোচনা হলেও তিনি এসব উপেক্ষা করে নিজের কাজে মনোযোগী থেকেছেন। ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি |