রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন এবং অপর বাসের চালকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
গোল্ডেন লাইন পরিবহনের নিহত চালকের নাম বাচ্চু শেখ (৪৮), পিতা মোনছের শেখ। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা।
আহত যাত্রীদের মধ্যে রয়েছেন হারুন (৫০), জান্নাতুল (৩৮), , আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), সুমি (৪০), শামীম রেজা (৩৯) হারুন (৩০) ও নিয়ামত (৫৫)। তাদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হানিফ পরিবহনের চালকের নামও এখনো জানা যায়নি।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানিয়েছেন, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল, আর হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালক গুরুতর আহত হয়ে সিটে আটকে পড়েন এবং কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বাস কেটে দুই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক গোল্ডেন লাইন চালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাওন জানিয়েছেন, হানিফ পরিবহনের চালক হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকি ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে, গোল্ডেন লাইন যাত্রীদের অভিযোগ, হানিফ পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের বিপরীত লেনে চলে আসে, যার ফলে দুর্ঘটনাটি ঘটে।