ভারত থেকে মুক্তি পেয়ে চট্টগ্রামে ফিরলেন ৯০ জেলে ও নাবিক

ভারতীয় কারাগারে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় ফিরেছেন। তাদের সঙ্গে ফেরত এসেছে দুইটি ফিশিং ট্রলার—‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে তারা পৌঁছান।

৫ জানুয়ারি ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলের বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে, ৯ ডিসেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ ট্রলারসহ ৭৮ জেলে ও নাবিককে আটক করে। পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে গিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ দুটি ট্রলার যথাক্রমে এসআর ফিশিং এবং সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। দুটি ট্রলারেই যথাক্রমে ৪১ ও ৩৭ জন নাবিক ও জেলে ছিলেন।

এছাড়া, ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে ‘এফভি কৌশিক’ ডুবে যাওয়ার পর ১২ বাংলাদেশি জেলেকেও ভারতীয় কোস্টগার্ড আটক করেছিল। তাদেরও অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *