১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, উদ্দীপনায় নেতাকর্মীরা
১৫ বছরের বেশি আওয়ামী লীগ শাসনের পর এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা সদস্যরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এ জন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উপলক্ষে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। দীর্ঘদিন পর এমন সম্মেলনে অংশ নিতে সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন।

দুটি সেশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশন চলবে।
অন্যদিকে আজ শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি রয়েছে। একই দিনে কাছাকাছি ভেন্যুতে দুটি অনুষ্ঠানের কারণে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলছে, শিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেবে। তবে ছাত্রশিবির বিষয়টি পুরোপুরি নাকচ করেছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ জানান, এ সম্মেলন পূর্বঘোষিত। কোনো সমাবেশের সঙ্গে যোগসাজশ নেই। শুধুমাত্র সংগঠনের সদস্য ও অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। করোনাকাল ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারও নিয়মিত প্রক্রিয়ায় সম্মেলন আয়োজন করা হয়েছে।