রাজবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি॥ রাজবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হতদরিদ্রের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী রাজবাড়ী সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে হতদরিদ্রদের চিকিৎসাসেবা দেন পাঁচ চিকিৎসক। একইসঙ্গে রোগীদের বিনামূল্যে ডায়াবটিস পরীক্ষা করা ও ওষুধ দেয়া হয়।


এছাড়া দুপুরে রাজবাড়ী রেল স্টেশনে হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মণ্ডল, এস এম কাউসার মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটারসহ জেলা যুদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

+ There are no comments

Add yours