রাজবাড়ীর বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
শনিবার দুপুরে জেলার বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দিরের দুর্গা পূজা মণ্ডপ, পূর্ব মৌকুড়ি আদিবাসীপাড়া মণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এর আগে শুক্রবার জেলার পাংশা ও কালুখালী উপজেলার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন।
পূর্ব মৌকুড়ি আদিবাসীপাড়া দুর্গা পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত সরকার পাইলট বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক পরিবর্তনের পর এ বছর মন্দিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। তবে বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে আমাদের মন্দিরে এসেছিলেননূরে আলম সিদ্দিকি হক ।তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমাদের পূজায় তিনি অনুদান দিয়েছেন।’

পরিদর্শনকালে নূরে আলম সিদ্দিকী হক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। সবাই উৎসব মূখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করছেন। তারা এদেশের নাগরিক। তারা আমাদের ভাই।এদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই সমান।
তিনি বলেন, আমি সব সময় নির্যাতিত মানুষের পক্ষে থেকে রাজনীতি করেছি। রাজনীতি মানুষের পাশে থাকার জন্য, কল্যাণের জন্য। আমি অতীতে রাজবাড়ী-পাংশা-বালিয়াকান্দির মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি। আগামীতে সাধারণ মানুষের সাথে থেকেই রাজনীতি করবো।
