রাজবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির নেতাকর্মীরা

রাজবাড়ী প্রতিনিধি॥ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর এলাকার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


শনিবার বিকেলে সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া জমিদার বাড়ী দুর্গাপূজা মন্দির, টিএন্ডটি পাড়া সার্বজনীন মন্দির, বড়পুল সার্বজনীন মন্দির ও হরিতলা সার্বজনীন মন্দির গুলো পরিদর্শন করেন। এর আগে পাঁচুরিয়া ও বারবাকপুর পূজা মন্ডপ পরিদশন করেন তারা।


এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রবিনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

BNP 02


মন্ডপ পরিদর্শন কালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের খোঁজ খবর নিচ্ছি। তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে যাতে করতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পূজা শুরুর আগে জেলা বিএনপির পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলা অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের নেতা ও মন্দির কমিটির নেতাদের সাথে বসে ছিলাম। সেখানে আমরা তাদের কথা শুনেছিলাম। তাদেরকে আমরা সাহস দিয়েছি। আমরা সবসময় তাদের পাশে আছি। কোন দুষ্কৃতকারী তাদের কোন ক্ষতি করতে পারবে না। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের সেই আশ্বাস দিয়েছি।
তিনি আরও বলেন, রাজবাড়ী সম্প্রতির শহর। আমরা আমাদের সম্প্রতি বজায় রাখবো। দেশনায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশে কোন সংখ্যা লঘু ও সংখ্যাগুরু বলতে কিছু থাকবে না। আপনারা হিন্দু ভাইয়েরা কখনো নিজেদেরকে সংখ্যা লঘু ও তৃতীয় শ্রেণির লোক ভাববেন না। আপনারা সংখ্যা লঘু না। আমরা সবাই এক। আমরা একে অপরের ভাই, বন্ধু হয়ে থাকতে চাই।


রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু বলেন, গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে রয়েছি। রাত জেগে তাদের মন্দির পাহাড়া দিয়েছি। এছাড়াও তাদের শারদীয় দুর্গা উৎসবের শুরু থেকেই আমরা তাদের সাথে ছিলাম। আমরা জেলার প্রত্যকটি মন্দির পরিদর্শন করেছি। তাদের খোঁজ খবর নিয়েছি। আগামীকাল বিসর্জন পর্যন্ত আমরা পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলতে চাই আপনরা সংখ্যা লঘু না। আমরা আপনাদের সাথে আছি। কোন অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না।


উল্লেখ্য, পূজা মন্ডল পরিদর্শনকালে প্রতিটি মন্দিরে ব্যক্তিগতভাবে ৫হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোঃ আসলাম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *