শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে অসহায় ১৫০ মানুষের মাঝে শারদ উপহার স্বরুপ শাড়ি বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আমরা সনাতনী যুবক’।
গতকাল ১০ই অক্টোবর শহরের ভাজনচালা শীতলা কালী মন্দিরে এসব শাড়ি বিতরণ করে সংগঠনটি।
শারদ উপহার বিতরণের পূর্বে সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা, রতন কুমার দাস ও অনিক চন্দ্র দাস বক্তব্য রাখেন।
এসময় সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, সদস্য পরিমল সরকার, রবি দাস, বিদ্যা ধরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমরা সনাতনী যুবক সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, আপনারা জানেন আমাদের একটি সামাজিক সংগঠন রয়েছে “আমরা সনাতনী যুবক”। আমরা প্রতিবছরের ন্যায় এবারেও শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে শারদ উপহার বিতরণ করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র উপহার দিয়ে আমরা নিজেরা পূজার আনন্দ ভাগাভাগি করে থাকি। এই লক্ষ্যে আমরা প্রতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মায়েদের হাতে শাড়ি উপহার দিয়ে থাকি। প্রতিটা উৎসবকে ঘিরে আমরা আমাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের আর্শীবাদ করবেন যাতে এই সংগঠন নিয়ে আরো এগিয়ে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি।
+ There are no comments
Add yours