“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” – এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে মঙ্গলবার (৮ জুলাই) আজাদী ময়দানে এই মেলার সূচনা হয়।
ফরিদপুর অঞ্চলের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কুদ্দুস ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলার উদ্বোধনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বন কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।
মেলা উপলক্ষে সকালেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এবারের বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ১১টি স্টল অংশ নিয়েছে।