কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবি বেগম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় তাদের সঙ্গে বিরোধ বাড়তে থাকে। সেই পুরনো বিরোধ থেকেই বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় রুবি বেগম, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আরেক মেয়ে রুমা আক্তারকে আহত অবস্থায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুনঃ রাজবাড়ীতে মাদক মামলার আসামিকে কুপিয়ে নৃশংস হত্যা
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক মো. নাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ ছিল নিহতদের। সেই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।