সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৯ ভারতীয়সহ ১৫ জন নিহত
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন ভারতীয়সহ মোট ১৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৯ জানুয়ারি) গাল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। তারা কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময়, ভোরবেলায় একটি ট্রেলারের সঙ্গে বাসটির ভয়াবহ সংঘর্ষ হয়।

সৌদিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি সৌদি প্রেস এজেন্সিকে জানান, রোববার সকাল ৬টার কিছু আগে মক্কা নগরীর দক্ষিণে আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে, জেদ্দায় অবস্থিত ভারতের কনস্যুলেট নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকরাও নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কনস্যুলেট।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। এ ছাড়া, জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে তার কথা হয়েছে এবং হতাহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।