ভারতে ২৪ ঘন্টা কর্মবিরতি চিকিৎসকদের – No Safety No Duty

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে সমগ্র ভারত উত্তাল। সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে চিকিৎসকরা সারা দেশে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।

এই কর্মবিরতির আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ), যা চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন। এই আন্দোলন দশম দিনে প্রবেশ করেছে।
আইএমএ জানিয়েছে যে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সমস্ত নন-ইমার্জেন্সি মেডিকেল পরিষেবা বন্ধ থাকবে। এই কর্মবিরতির প্রভাব দেখা যাচ্ছে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলোতে।


চিকিৎসকরা দাবি করছেন যে, নারী চিকিৎসক হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও, আইএমএ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসনের ব্যবস্থা, আরজি কর হাসপাতাল প্রাঙ্গণে ভাঙচুরে যুক্তদের কঠোর শাস্তিসহ পাঁচটি দাবির কথা জানিয়েছে।
আনন্দবাজার পত্রিকার মতে, আন্দোলনকারীরা মূলত সেই চিকিৎসকের হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করছেন। পাশাপাশি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও তারা তুলে ধরছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা না পেলে তারা কাজে ফিরে যাবেন না। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালেও একই পরিস্থিতি বিরাজ করছে।
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক রুমালিকা কুমার এবং রিয়া বেরা হিন্দুস্তান টাইমসকে জানান যে, তারা এখনো ন্যায়বিচার পাননি এবং যথাযথ প্রমাণসহ দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে রুমালিকা কুমার বলেন যে, তদন্তে স্বচ্ছতার অভাবে কলকাতা পুলিশ থেকে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ন্যায়বিচারের দাবি পূরণ হয়নি এবং তদন্তের বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
রিয়া বেরা বলেন যে, তারা যথাযথ প্রমাণের ভিত্তিতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছেন, সিবিআইয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি, লিখিত ক্ষমাপ্রার্থনা এবং সাবেক অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করছেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মৌমিতা দেবনাথ ধর্ষণ ও হত্যার শিকার হন। তার হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। সারা দেশের চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ এই প্রতিবাদে অংশ নিচ্ছেন।

+ There are no comments

Add yours