রাজবাড়ীতে জেলা যুবলীগের সেক্রেটারীর উদ্যোগে স্যালাইন ও পানি বিতরণ
তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত পথচারী, রিক্সা ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা বোতলজাত পানি বিতরণ করেছেন রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল।
গতকাল ২রা মে দুপুরে রাজবাড়ী কাপড় বাজার থেকে শুরু করে শহরের বড়পুল এলাকা পর্যন্ত এ কার্যক্রম চালান তিনি।
এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুবলীগ নেতা কামরুল ইসলামসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল বলেন, সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও তীব্র তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তাপপ্রবাহের মধ্যে মানুষ ঘর থেকে বের হলেই তৃষ্ণার্ত হয়ে পড়ছেন। তাই খেটে খাওয়া মানুষ বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক ও পথচারীদের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সার্বিক সহযোগিতায় আমি এমন উদ্যোগ গ্রহণ করেছি।
এরই ধারাবাহিকতায় ১৫ শত মানুষের মধ্যে বোতলজাত ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছি। আমার এই খুদ্র উদ্যোগ কিছুটা হলেও তৃষ্ণার্ত মানুষ প্রশান্তি পাবে।