সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা

বিনোদন প্রতিবেদকঃ বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

অবশেষে গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে আগামী সেপ্টেম্বরেই রণবীর সিং ও তার সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে বলে জানান দীপিকা পাড়ুকোন ।
এমন খবরে বলিউডের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, সোনম কাপুর, ভূমি পেড়নেকর এর মতো তারকাদের পাশাপাশি দীপিকার ভক্তরাও তার পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন।

di 2

সম্প্রতি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) মঞ্চে খুব সচেতনভাবে শাড়িতে বেবি বাম্প লুকাতে দেখা গেছে দীপিকাকে। তার শারীরিক পরিবর্তনও লক্ষ্য করেছেন অনেকে। মূলত এর পর থেকেই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল। অবশেষে মা হওয়ার খবর নিজেই প্রকাশ করলেন দীপিকা।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *