রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজবাড়ীর পুলিশ সুপার আবুল কালাম আজাদ
রাজবাড়ী প্রতিনিধিঃ অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান এবং নানা সেবামূলক কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদকে পদক ও সম্মানসূচক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সপ্তাহ-২০২৪ এর বার্ষিক পুলিশ প্যারেডে কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মোঃ সোহেল রানা। তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন।
ছয় দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’।
উল্লেখ্য, জি.এম. আবুল কালাম আজাদ ২০২৩ সালের ২৭ শে জুলাই রাজবাড়ীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২৭ তম বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তা। তার বাড়ী সাতক্ষীরা জেলার কালিগঞ্জে। তিনি এক ছেলে সন্তানের জনক।
জিএম আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হিসেবে খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২রা মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।