খানখানাপুরে ভিপি ও কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামে সরকারী ভিপি ও কৃষি জমি থেকে দিনে রাতে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধের দাবীতে জেলা প্রশাসকসহ পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।
ভূক্তভোগী ইমরান খান বলেন, চর খানখানাপুর মৌজায় আমার নানার ওয়ারিশ সূত্রে পাওয়া মা ও খালাদের অংশ হিসেবে প্রায় ১০ বিঘা জমি আছে। এর মধ্যে ১১১ শতক ভিপি সম্পত্তি।কিন্তু এ জমি থেকে আমার মামা ও মামাতো ভাইয়েরা জোর পূর্বক মাটি বিক্রি করে ইটভাটায় বিক্রি করছে।এতে নিষেধ করায় তারা উল্টো আমাদেরকে হুমকি দিচ্ছে।

অপর ভূক্তভোগী ইকবাল হোসেন জানান, এ জমিতে ইরি ধান, পেয়াজ, মশুরী ও সরিষার চাষ হতো।এখন সেই জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একই এলাকার মৃত কেসমত আলী শেখের ছেলে হায়দার শেখ, শাজাহান শেখ, সিরাজ শেখ ও তাদের সহযোগিরা। এখানে সরকারী খাস জমিও আছে। এ জমি থেকেও মাটি কাটা হচ্ছে। কারোর কথা শুনছে তারা। এই মাটি তারা ইটভাটায় বিক্রি করছে।আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। কিন্তু কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতেও তারা মাটি কেটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে তারা আবারো মাটি কাটার প্রস্তুতি নিলে আমরা পুলিশকে জানাই। খবর পেয়ে ডিবি পুলিশ এসে মাটি কাটা বন্ধ করে দেয়। তবে সুযোগ বুঝে তারা আবারো মাটি কাটবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান. একটি চক্র খানখানাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে উজাড় হচ্ছে কৃষি জমি।এছাড়াও দিনে ও রাতে মাটি বাহী ট্রাক চলাচল করায় গ্রামের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া বলেন, যেভাবে কৃষি জমি উজাড় করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে তাতে ভবিষ্যতে দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি এসব কৃষি জমি রক্ষার্থে মাটি কাটা বন্ধ করা হোক।প্রসঙ্গত, শুধু চরখানখানাপুরেই নয় রাজবাড়ীর সর্বত্রই কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে শুধু কৃষি জমিই নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে রাস্তাঘাট, ঘটছে দূর্ঘটনা। সম্প্রতি মাটিবাহী ড্রাম্প ট্রাকের চাপায় একাধিক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে।তারপরও বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে এসব মাটিবাহী ড্রাম্প ট্রাক।
