গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি: চুক্তি রোববার থেকে কার্যকর

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। শনিবার ছয় ঘণ্টার আলোচনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীদের সমন্বয়ে চুক্তিটি কার্যকর হবে।

গাজায় যুদ্ধবিরতি
গাজায় যুদ্ধবিরতি

তিনি সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন।

প্রথম ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে। এর মধ্যে নারী (সেনা ও বেসামরিক), শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষরা অন্তর্ভুক্ত।

শুরুতে নারী ও ১৯ বছরের কম বয়সীদের মুক্তি দেওয়া হবে, এরপর ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের। প্রতি সপ্তাহে তিনজন করে জিম্মি মুক্তি দেওয়া হবে। শেষ ধাপে জীবিতদের মুক্তি দেওয়ার পর জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।

অন্যদিকে, ইসরায়েল প্রতিটি বেসামরিক জিম্মি মুক্তির বিপরীতে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে এবং নারী সেনাদের বিপরীতে ৫০ জন বন্দীকে মুক্তি দেবে। এ প্রক্রিয়ায় ৯৯০ থেকে ১,৬৫০ ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *