পাংশায় যুবদলকর্মীর ওপর সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়‌নের গোলাবাড়ী এলাকায় দুর্বৃত্ত‌দের গু‌লি‌তে মনিরুল ইসলাম (৪০) নামে একজন যুবদলকর্মী গু‌লিবিদ্ধ হ‌য়েছে। আহত মনিরুল পাট্টার আকবর বিশ্বা‌সের ছেলে।

পাংশায় যুবদল নেতা ফরহা‌দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়ো‌জিত বিক্ষোভ সমা‌বেশ শে‌ষে ফেরার প‌থে এই শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৭টার দি‌কে ঘটনা ঘটে।

জানা‌ যায়, রাজবাড়ীর পাংশা উপ‌জেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ফরহাদ হো‌সেন সোহা‌গের ওপর বৃহস্প‌তিবার বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘ‌টে। এই ঘটনা প্রতিবা‌দে শুক্রবার বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজ‌নে জা‌গিরকয়া নতুন বাজা‌রে প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ সমা‌বে‌শের আয়োজন করা হয় । সমা‌বেশ শেষ করে সন্ধ্যায় প্রধান অ‌তি‌থির গা‌ড়িবহর পাংশা শহ‌রে ফেরার প‌থে গোলাবাড়ী এলাকায় পৌঁছলে তা‌দের লক্ষ্য করে গু‌লি ছো‌ড়ে একদল দুর্বৃত্ত। এ সময় ইউনিয়ন যুবদলকর্মী ম‌নিরুল গু‌লিবিদ্ধ হয়। তার বাম হা‌তের কনুইতে গুলি লেগেছে।

পাট্টা ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি জ‌হিরুল আলম মুরাদ বিশ্বাসের অভিযোগ করে বলেন , প্রতিবাদ সভা শেষ করে ফেরার প‌থে গোলাবাড়ী এলাকায় পাংশা উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গা‌ড়িবহর লক্ষ্য করে সজলসহ ৮-১০ জনের একদল ‘আওয়ামী সন্ত্রাসী’ গু‌লি বর্ষণ করে। এ সময় ইউনিয়ন যুবদলকর্মী ম‌নিরুলের হাতে গু‌লি লাগে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স হাসপাতা‌লে ভর্তি করা হয়। এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান জহিরুল।

পাংশা মডেল থানার ও‌সি মোহাম্মদ সালাউদ্দীন জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং খোঁজ খবর নি‌য়ে ঘটনার সা‌থে জড়িতদের চিহ্নিত ক‌রে আইনের আওতায় আনা হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *