রাজবাড়ী জেলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ ও পরিচিতি সভা
জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি উপস্থাপনের লক্ষ্যে রাজবাড়ীতে লিফলেট বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠীত হয়েছে।
১৩ জানুয়ারী, সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে রাজবাড়ী শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরন করেন নেতা কর্মীরা ।
জিয়া মঞ্চের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খোন্দকার মাহফুজুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.টি আক্তার টুটুল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগ) সাংগঠনিক সম্পাদক এস. সাজ্জাদ আহমেদ শাওন, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব প্রভাষক সৈয়দ মোঃ ইব্রাহীম আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সদস্য এ. মজিদ বিশ্বাস, জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শেখ রঞ্জু আহম্মেদ।