রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর কাঁচরন্দ এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে, গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বাড়ি এসে নিখোঁজ হন ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে জিহাদ সরদার (৩০)। স্বজনদের ধারণা, উদ্ধারকৃত মরদেহটি জিহাদের হতে পারে। নিহতের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার জানান, জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করতেন। বাড়ি ফেরার পর দেখা করার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “মাথাবিহীন হওয়ায় মরদেহটি কার, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া চলছে।