রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে র‌্যালীটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পান্না চত্ত্বর ও বাজার প্রদক্ষিণ করে ১নং রেলগেটে বটতলা এসে শেষ হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় সহ-সভাপতি শহীদুল ইসলাম লিটু, সমবায় বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রতন, দপ্তর সম্পাদক আরমান উদ্দীন জাবেদ, যুগ্ন-সম্পাদক মোস্তাক আহমেদ, রাজবাড়ী সদর থানার সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেহেদি, রাজবাড়ী পৌর কমিটির আহবায়ক সাইফুল আলম মামুন, সদস্য সচিব এস,এম জান্নাতুল, গোয়ালন্দ উপজেলার আহবায়ক ইয়াহিয়া খান, গোয়ালন্দ উপজেলার সদস্য সচিব আবু সাইদ মন্ডল, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল শেখ, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সজল মিয়া, পাংশা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিয়া সেলিম, পাংশা উপজেলার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবু সরদার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বলেন, আমরা বেলুন ফুটিয়ে, আতশবাজি ফুটিয়ে, ঢাক-ঢোল বাজিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করার কথা ছিল। কিন্তু আজকে দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজও বাংলাদেশে রক্ত, প্রতিটা হাসপাতালে রক্তের গন্ধ, বাংলাদেশের ছাত্র ছাত্রী, সাধারণ ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ মানুষের ওপর বেঈমান পুলিশ দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে। এজন্য আজকে আমরা সেই আনন্দ উল্লাস করতে পারিনি। আয়না ঘর থেকে যে সকল বন্ধুরা ১৭টি বছর পর বের হয়ে সন্তানের গলা ধরে চিৎকার করে বলছে আজকে কি বার, আজকে কয় তারিখ, আজকে কত সাল। তারা ১৭টি বছর যেভাবে ঠিক মতো না খেয়ে মৃত্যুর সঙ্গে মৃত্যুর যন্ত্রণা নিয়ে ওই আয়না ঘরে থেকেছে সেই কষ্টের কথা ভেবে আমরা পারিনি আজ আনন্দ মিছিল করতে। আন্দোলনে আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন। আন্দোলন করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের রহিম প্রথম গুলি বৃদ্ধ হয়েছে।

6b68b690 382e 4e8c a8ca c3f30414d541 1


তিনি আরো বলেন, কত বড় অহংকার, কত বড় নির্লজ্জ, কত বড় বেয়াদব হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে যেসকল উক্তি যেসকল বাজে কথা বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আজকে আপনারা দেখেন আল্লাহ কি পারে আর কি না পারে। আমাদের ভাই-বোনদের, নেতাকর্মীদের গুম করেছে, হত্যা করেছে শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *