রাজবাড়ীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
রাজবাড়ীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল প্রাঙ্গনে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশীদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, রাজবাড়ী ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।