মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী মন্টু রাজবাড়ীতে র‌্যাবের হাতে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট মন্টু মন্ডল(৬০) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ র‌্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ মন্টু মন্ডল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত কেসমত আলী মন্ডলের ছেলে।
ফরিদপুর র‌্যাব-১০এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, মন্টু মন্ডল ফরিদপুর জেলার মধুখালী থানার ২০১২ সালের এফআইআর নং-৫৫/১২ ও জি আর-২৩২/১২ নং মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী।দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যে ৪২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য ১লক্ষ ২৬হাজার টাকা। এসময় তার কাছ থেকে ফেন্সিডিল বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।

WhatsApp Image 2024 03 01 at 13.37.43 d320c848

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্টু মন্ডল স্বীকার করে সে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আরো ৬টি মাদক মামলা রয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত মন্টু মন্ডলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *